কিশোরগঞ্জ প্রতিনিধি : সাদেক মিয়া
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দরিদ্র ও মেধাবী ছাত্র দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।আজ (২৭ই জুন)সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, খাদ্য গুদাম কর্মকর্তা মো. এনায়েত করিম প্রমুখ।
জেলা প্রসাশনের পক্ষ থেকে এ উপহার পেয়ে রাব্বি মিয়া খুশি, লক্ষিয়া উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাব্বি জানায়, প্রতিদিন তাকে বাড়ি হতে হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দিন অনেক কষ্ট করতে হয়েছে। প্রায়ই নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে পৌঁছা সম্ভব হয়নি। তবে সাইকেল পেয়ে তার সুবিধা হয়েছে। এখন সাইকেল চালিয়ে সময়মতো বিদ্যালয়ে যেতে পারবে। বিনা মূল্যে সাইকেল পাওয়া যাবে, তা ভাবতেই পারেনি । এ সহযোগিতা তাঁকে আরও অনুপ্রাণিত করবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী জানান , দরিদ্র ও মেধাবী এ শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের কাছে উপহার হিসেবে বাইসাইকেল দিয়েছেন । ফলে এই শিক্ষার্থীদের লেখাপড়ার আগ্রহ বাড়বে এবং ঝরে পড়াও কমবে বলে মনে করছেন তিনি।
Leave a Reply