এনামুল হক হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে আদালতের নির্দেশে ডিগ্রিদারী হয়েও জনবলের অভাবে দখলকৃত জমি ভোগ করতে পারছেন না ডিগ্রিদার মো. সাহাব উদ্দিন সহ আরও কয়েকজন৷ জানা যায়, উপজেলার নামা সিদলা গ্রামের মো. সাহাব উদ্দিন, রইছ উদ্দিন, সোহরাব উদ্দিন সহ আরও কয়েকজন আদালতের নির্দেশে জমির ডিগ্রিদারী হন৷ কিন্তু জনবল না থাকায় প্রতিপক্ষই তা ভোগ করছেন৷ আরও জানা যায়,গত ২৪ শে এপ্রিল ২০১৯ তারিখে জর্জ কোর্টের আমিন কমিশনার বিল্লা হোসেন আদালতের নির্দেশমতে সরেজমিনে জরিপ পরিমাপ কার্য সম্পন্ন করার জন্য আদালত হইতে রীট সহ চূড়ান্ত ডিক্রীর সইমুরী নকল প্রাপ্ত হইয়া জেলা জজ কোর্টের নাজির সাহেব জারীকারক, ঢুলি ও হোসেনপুর থানার পুলিশ বাহিনীসহ ডিক্রীদারের ডিক্রীকৃত স্থানে যাইয়া উপস্থিত হন। পরবর্তীতে ডিক্রীদার পক্ষ হইতে সি এস নকশা প্রাপ্ত হইয়া নাজির সাহেবের অনুমতি ক্রমে জরিপ পরিমাপ কার্য আরম্ভ করা হয়। এবং নালিশা তপসিল বর্ণিত হোসেনপুর থানার, সিদলা মৌজার সি এস ২৯৪ নং খতিয়ানের সেঃ মেঃ ৬১৭ দাগের পশ্চিমাংশে ১৬.৫ শতাংশ ভূমি ও সেঃ মেঃ ৬১৮ দাগের উত্তরাংশে ৮ শতাংশ ভূমি ও সেঃ মেঃ ৬১৯ দাগের ১ শতাংশ ভূমি ও সেঃ মেঃ ৬৪৭ দাগের পশ্চিমাংশে ১৭ শতাংশ ভূমি পরিমাপ করিয়া চিহ্নিত করিয়া উহার চারপাশে বাঁশের খুটি পুতিয়া উক্ত ভূমি নাজির সাহেবকে বুঝাইয়া দেয়া হয়। নাজির সাহেব উক্ত ভূমি বুঝিয়া পাইয়া উহার চার পাশের বাঁশে খুটির মাথায় লাল নিশান টানাইয়া ডিগ্রিদারীকে দিতে চাইলেও জনবলের অভাবে ডিগ্রিদারী তা বুঝিয়া নিতে পারেন নাই। ফলে এ পর্যন্ত প্রতিপক্ষরাই তা ভোগ করে আসছেন।
Leave a Reply